নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ-৫ (২২৮) ছাতক-দোয়ারাবাজার আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং বাছাই পর্বে তা বৈধও ঘোষণা করা হয়।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মিজানুর রহমান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১০ জানুয়ারি) তিনি তাঁর ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, দলের বৃহত্তর স্বার্থে এবং তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। এই আসন থেকে তিনি আর নির্বাচনে অংশ নেবেন না।
একই সঙ্গে তিনি জানান, বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিজানুর রহমান চৌধুরীর এই সিদ্ধান্ত ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্যকে আরও দৃঢ় করবে এবং নির্বাচনী সমীকরণে দলটির অবস্থানকে শক্তিশালী করতে পারে।
মন্তব্য করুন