দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং শিক্ষক শামীম সাজ্জাদ শাহীনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শাহীন আহমদ মাস্টার। তিনি বলেন, ‘এই বিদ্যালয়টি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক চেষ্টার ফসল। এক বছরের ব্যবধানে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, এবং শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পাঠগ্রহণ করছে।’
সভাপতির বক্তব্যে নজির উদ্দিন মাস্টার বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যতটা কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। আমরা সব বাধা অতিক্রম করে শিক্ষার আলো ছড়াতে কাজ করছি। কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব—এই ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে একসাথে কাজ করি বিদ্যালয়ের অগ্রগতির জন্য।’
সভায় বক্তারা বলেন, শিক্ষার বিকাশে শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ের কোনো বিকল্প নেই। যারা অহেতুক বিরোধিতা করছে, তারা প্রকৃতপক্ষে সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক এবং বিভ্রান্তিকর গুজব রটিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করতে চাইছে।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিদ্যালয়টির মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা লন্ডনপ্রবাসী সোহেল আহমদ, প্রবাসী মাওলানা কয়েছ আহমদ, ফরহাদ আলম, ফয়জুল্লাহ, আব্দুল মছব্বির ও তুহিন আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জুনাব আলী, আইয়ুব আলী, শানুর মিয়া, রাজা আহমদ, হাজী আব্দুল খালেক, আব্দুর রউফ, গৌছুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এশাদ আলী, বাচ্চু মিয়া, লাল মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল মান্নান, জিয়াউল হক, সাইদুল হক, তোফায়েল আহমদ প্রমুখ।
মন্তব্য করুন