শুরুর একাদশটা কোচ পিটার বাটলার সাজিয়েছিলেন এশিয়ান কাপ বাছাইপর্বের ৮জন ফুটবলারকে দিয়েই। যার ফলাফল প্রথম মিনিটেই পেয়েছে বাংলাদেশ। ১ মিনিট ৩০ সেকেন্ডে শ্রীলঙ্কার জালে জড়ান স্বপ্না রানি। সরাসরি পাওয়া ফ্রি কিক থেকে গোল করেন ১৯ বছর বয়সী এ ফুটবলার। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে উঠার আগেই শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ম্যাচের ৪তম মিনিটে গোল করেন বাছাইপর্বের মুনকি আক্তার।
এরপর একাধিক সুযোগ পেয়েও ফাঁকা পোস্টে গোল জড়াতে পারেনি বাংলাদেশ। ১৫তম মিনিটে সাগরিকার শটও বারে লেগে ফিরে আসে। এদিকে বাংলাদেশের স্ট্রাইকারদের সঙ্গে তাল মেলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে লঙ্কানদের। ৩৭ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ডের মোসাম্মাৎ সাগরিকা। এরপরও বেশ কিছু সুযোগ পেয়েছে বাংলাদেশ। ৩৮ এবং ৪৫ তম মিনিটে বাংলাদেশের মেয়েরা গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল করা হয়। ৪১তম মিনিটে অধিনায়ক আফিঈদার দারুণ এক শট ঠেকিয়ে দেন গোলকিপার থারুশিকা। শেষে তিন গোলে এগিয়ে থেকে ডাগআউটে ফেরে বাংলাদেশ।
মন্তব্য করুন