মানুষ
১
মানুষের হিংস্রতা নিয়ে আমার মনে যে সামান্য সংশয় ছিল
এখন তা আর নেই
এতোদিন ভালোবাসা দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছি
হয়তো তা ছিল সান্ত্বনা, মিছে
‘মানুষের চেয়ে হিংস্র আর কোন প্রাণী নেই’
এর চেয়ে সত্য এমনকি ‘পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে’ও নয়!
২
প্রেমের অবতলে যেমন কাম
কাম এক আদিম প্রবৃত্তি
ভালোবাসার ঠিক নীচেই
ঘৃণা নয়, উদাসীনতা নয়
কিলবিল করে হিংস্রতা কৃমিকীটের মত
না’ এর বিপরীতে নেমে আসে
সুশীতল গিলোটিন!
৩
‘ভালোবাসি’ বলতে এখন আমার তাই
লজ্জা হয়
পাছে কেউ দেখে ফেলে লুকায়িত কাম
শারীরিক বল, ব্যাথার উৎসব!
আমি তাই নীরবে নিভৃতে কাটতে থাকি
আমার বর্বরতা, আমার হিংস্রতা
হাতে নিয়ে অদৃশ্য এক ছেনি
মনে মনে বলি
বরং এর চেয়ে ভীরুতা কিংবা কাপুরুষতা
ঢের ভাল…
মন্তব্য করুন