সীমান্ত কণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে।
রোববার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকটি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।
পুতিন বলেন, ‘ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যৌক্তিকতা নেই।’ আরাগচিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘মস্কোতে আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতে আমরা একসঙ্গে চিন্তা করতে পারি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক নিয়ম ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে আখ্যা দেন।
পুতিনের অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়া দুই দেশের মধ্যে ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে সম্পর্ক আরও মজবুত করেছে।
সূত্র: আলজাজিরা
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.