সীমান্ত কণ্ঠ ডেস্ক:: জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এবারো খুবি’র অদম্য বাংলা ভাস্কর্যে কালো কাপড় পরানোর কর্মসূচি পালন করেছে। শহীদের স্মৃতি রক্ষায় এবং আন্দোলনের তাৎপর্য স্মরণে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ই জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেদিন শহীদ মীর মুগ্ধ তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ফেসবুকে লিখেছিলেন, ‘আমার জুনিয়রদের কাছে অনুরোধ: এই কালো কাপড় যেন কখনো না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সবসময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।’
গত বৃহস্পতিবার শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার ফেসবুক পোস্টে ভাইয়ের সেই আবেগঘন কথাগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে, কালকে একদিনের জন্য হলেও এই কালো কাপড় যেন পরানো থাকে।’ তবে শিক্ষার্থীদের এমন পরিকল্পনা পূর্বেই ছিল বলে জানা গেছে। এই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ভাস্কর্যে কালো কাপড় বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ (গতকাল) তা পালন করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সী বলেন, গত বছর ১৭ই জুলাই রাতে নানামুখী চাপে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়। যারা ছিল তারাও একপ্রকার অসহায় হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে অদম্য বাংলায় কালো কাপড় বেঁধে দেয়। মুগ্ধ ভাই শহীদ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাপড় না সরায়। সেই স্মৃতিকে স্মরণ করতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ (গতকাল) অদম্য বাংলায় কালো কাপড় বাঁধা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তা পালিত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.