সীমান্ত কণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বৈশাখের প্রথম দিনেই বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নের শনির হাওরে এক কৃষকের ধান কেটে ‘ধান কর্তন’ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
এ ‘ধান কর্তন’ উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় ইউএনও আবুল হাসেম বলেন, এ উপজেলাটি হাওরবেষ্টিত। এখানকার কৃষকরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। হাওরের বুকে ধানের ভালো ফলন দেখে আনন্দে মন ভরে গেছে। এখানকার কৃষকদের ধান কাটাজনিত যে কোনো ধরনের সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ, বিএনপি নেতা সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাছরুম, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামের সাধারণ কৃষকরা।
মন্তব্য করুন