
নিজস্ব প্রতিবেদক:: চার দিনের প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল আহাদ (৪৫)-এর নিথর দেহ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর কাছ থেকে মরদেহ গ্রহণের পর বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। শোক আর ক্ষোভে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা।
নিহত আব্দুল আহাদ নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত আফতর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায়, কাঁটাতারের ওপারে তাঁর মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে নিশ্চিত হলে চার দিন পর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়—একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আব্দুল আহাদকে তাঁর ব্যবসায়িক বন্ধু, একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র নজরুল ইসলাম (৪৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরদিন ১৫ ডিসেম্বর অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের সিলং জেলার সাইগ্রাফ থানাধীন কালারটেক বস্তির একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সীমান্তের কাঁটাতারের নিকটে তাঁর মরদেহ পড়ে আছে।
এ ঘটনায় পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার একটি সূত্র। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জানাযায় অংশ নেওয়া হাজারো মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়দের ভাষ্য, 'এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো দোয়ারাবাজারের জন্য এক গভীর শোক ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।'
এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.