সীমান্ত কণ্ঠ ডেস্ক :: দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলা যুবলীগ নেতা ডাঃ মো. জাকির হোসাইন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবলীগের ফরিদ–তারেক বলয়ের নেতা হিসেবে পরিচিত এবং একই সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
দোয়ারাবাজার থানা সূত্রে জানা গেছে, চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাকির হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘অভিযান চলমান থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’
এদিকে, এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, চলমান অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা কমবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
মন্তব্য করুন