
সীমান্ত কণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মিজানুর রহমান উজ্জ্বল (৪৭) তার পরিবারের সদস্যদের নিয়ে বসতভিটায় অবস্থান করছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো: রৌশন মিয়া, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় অভিযোগকারী মো. মিজানুর রহমান উজ্জ্বল, তার স্ত্রী নাজমা বেগম ও ছেলে নাইম গুরুতরভাবে আহত হন। অভিযুক্তরা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে রক্তক্ষরণ ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি প্রদান করে এবং ভবিষ্যতে মামলা করলে আরও ভয়াবহ পরিণতির শাসানি দেয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান উজ্জ্বল দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.