সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত–বাংলাদেশ সীমান্তের এপার ও ওপার থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানের পাশের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
এর আগের দিন সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও এলাকার লাফার্জ সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। তিনি নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম আপ্তর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লাফার্জ ক্যাম্পের বিজিবিকে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিকেলে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আহাদ মিয়া ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২৪ ঘণ্টার ব্যবধানে সীমান্তের এপার ও ওপার থেকে দুইটি লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন