প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৬:৪৫ পি.এম
দোয়ারাবাজারে দিনব্যাপী বিভিন্ন এলাকায় জাহাঙ্গীর আলম’র গণসংযোগ

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: ছাতক-দোয়ারাবাজার আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১ আগস্ট) তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন। বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় গণসংযোগ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, 'আমি বিশ্বাস করি না কোনো ঘাত-প্রতিঘাতে। জনগণের অধিকার আদায়ে সবসময় সংগ্রাম করেছি। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবার সংসদে গিয়ে ছাতক-দোয়ারাবাজারবাসীর জন্য গঠনমূলক ভূমিকা রাখতে চাই। মানুষ শুধু উন্নয়ন চায় না, তারা সম্মান নিয়েও বাঁচতে চায়। প্রতিটি মানুষকে সম্মান দেওয়া আমার অভ্যাস—আমি মানুষের কষ্ট বুঝি এবং পাশে থাকতে চাই।'
তিনি আরও বলেন, দিন বদলের আশায় মানুষ আজ ভোট দিতে চায়। আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করতে চাই। আমার গণসংযোগকালে সাধারণ মানুষের মুখে আমি শুনেছি, তারা এমন একজন সংসদ সদস্য চান, যিনি শুধু উন্নয়নের কথা বলবেন না, কাজের মাধ্যমে তা প্রমাণ করবেন, মানুষের কথা শুনবেন, মূল্য দেবেন।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমি নির্বাচনে অংশ নিচ্ছি জনগণের প্রতিনিধি হয়ে। তাদের পাশে থেকে, কথা ও কাজে মিল রেখে সত্যিকারের সেবক হতে চাই।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মাওলানা মুহিবুর রহমান উসমান, সাংবাদিক সাকির আমিন, রোশন আলী, শাহজাহান মিয়া, ডা. ফজলু মিয়া, আবু তাহের, রফিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.