দোয়ারাবাজারে স্কুল প্রতিষ্ঠার নামে এলাকাবাসী ও প্রবাসীদের সাথে প্রতারণা বন্ধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮জুন) সন্ধ্যায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে (বান্দের বাজার) এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, এলাকাবাসী ও প্রবাসীদের অর্থ সহযোগিতা নিয়ে সম্প্রতি ব্যক্তির নামে 'সিরাজ মহুয়া উচ্চবিদ্যালয়' প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার মানুষের মতামত উপেক্ষা করে এধরণের কাজ কার্যত প্রবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে এলাকাবাসী মনে করছে।
বক্তরা আরও বলেন, লন্ডন প্রবাসী জনৈক ব্যক্তি প্রবাসীদের কষ্টার্জিত টাকা অনুদান এনে নিজের মা বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করেছেন। বর্তমানেও ব্যক্তির নামে প্রতিষ্ঠিত ওই স্কুলের নামে প্রবাসীদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতার নামে প্রবাসীদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

বক্তারা কোন ব্যক্তির নামে নয়, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের মতামতের ভিত্তিতে 'শ্যামলবাজার উচ্চবিদ্যালয়' নামে স্কুল প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।
সাবেক ইউপি সদস্য আকিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী ফরিদ আহমদ, মাওলানা কাজী ওয়াজি উদ্দিন, আছদ্দর আলী, আবদুল মালেক, শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরউদ্দিন, সাবেক ইউপি সদস্য আজর আলী, যুবদল নেতা আকরাবুল ইসলাম, আমীর আলী, শানুর আলী, আনফর আলী, আফিজ আলী, আমীর উদ্দিন, লায়েক মিয়া প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.