ছাতক ও দোয়ারাবাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালীর পূর্ববর্তী উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন, শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের কল্যাণে সরকারের করনীয় নিয়ে আলোকপাত করেন।
পরে উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া এক বিশাল র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদা, সহ-সভাপতি শাহ আলম, দোয়ারাবাজার উপজেলা উপদেষ্টা ডাঃ হারুনুর রশীদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী, দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিন।
দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ও শহর শাখার সভাপতি জসিমউদদীন’র যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপদেষ্টা মাওলানা আমজাদ হোসেন, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবি মানুষের অবদান ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। এখনো শ্রমিকরা নির্যাতন, নিপীড়নের স্বীকার হচ্ছেন, এগুলা বন্ধ করতে হবে।সরকার শ্রমজীবি মানুষের কল্যাণে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ দিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় বিকেলে এ র্যালী শেষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ হিরনের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও.আব্দুস সালাম আল মাদানী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাহ আলম,রিয়াজুল ইসলাম তালেব,উপদেষ্টা রেজাউল করিম রেজা,জেলা কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী,সিলেট মহা নগর শ্রমিক নেতা ওবায়দুল হক শাহীন,ছাতক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাকির হোসেন,সহকারী সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী,মাওঃ সালাহ উদ্দিন,সিলেট মহানগর শ্রমিক নেতা সফির আহমদ।
বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হক,চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি আবুল হাসনাত,উওর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি শাহাব উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মস্তাব আলী,ভাতগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলী হোসেন, কালারুকা ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ জুবায়ের আহমদ সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আদিল হাসান,ছাত্রনেতা মতিউর রহমান,হোসেন আহমদ,
কালারুকা ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক
মাস্টার অলিউর রহমান,তাহমিদ আলম,ব্যবসায়ী ইব্রাহিম আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,পৌরসভা, ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ২০১৮ সাল থেকে ছাতকের সিমেন্ট কোম্পানি বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে দুই উপজেলার (ছাতক-দোয়ারাবাজার) লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
ছাতক সিমেন্ট কোম্পানিতে সিমেন্ট উৎপাদন করতে যাবতীয় কাঁচামাল ভারত থেকে আমদানি হয়ে দোয়ারাবাজার উপজেলা মধ্যদিয়ে ছাতকে যাচ্ছে। সকল প্রকার সুযোগ সুবিধা থাকার পরও তবুও অদৃশ্য কারনে বন্ধ রয়েছে ছাতক সিমেন্ট কোম্পানি। বক্তারা দ্রুত ছাতক সিমেন্ট কোম্পানি চালু করার মাধ্যমে দুই উপজেলার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সচল করার দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.