সীমান্ত কণ্ঠ ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ছয় ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে শুরু হওয়া ভারী বর্ষণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামোতেও।
লাহোর, ওকারা, শেখপুরা ও পাতোকিতে দেয়াল ও ছাদ ধসের ঘটনায় প্রাণহানি ঘটে। শেখপুরায় ছাদের নিচে চাপা পড়ে মারা যায় শিশু ফাতিমা (৫) ও আরহাম (২)। পাতোকিতে সালমা বিবি (৫৫) ও সুজাওয়াল (১২) নামের এক নারী ও কিশোর প্রাণ হারায়।
লাহোরের নিস্তার টাউনে ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শাহ জামাল, ছোবুর্জি ও ধরমপুরসহ আশপাশের এলাকায় ঢুকে পড়ে বন্যার পানি। রাস্তায় যানবাহন আটকা পড়ে; একটি মসজিদ ও বাড়ি পানিতে তলিয়ে গেছে।
১৪২টি ফিডার বিকল। লাহোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (লেস্কো) জানিয়েছে, ১৪২টি ফিডার বিকল হয়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ওয়াসার এমডি গফফার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত পানি সরানোর নির্দেশ দেন। এদিকে দুর্যোগের মধ্যেও কাজ করে যাওয়া ওয়াসা কর্মীদের প্রশংসা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ।
সূত্র: জিও নিউজ
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.