ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার বিমানে হেনস্তার শিকার হয়ে আবারও আসলেন আলোচনায়। সম্প্রতি এই সংগীতশিল্পীর সঙ্গে ঘটেছে এমনই এক অপ্রীতিকর ঘটনা।
ঘটানাটি নিয়ে ইমন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই জানিয়েছেন বিস্তারিত। পোস্টে ইমন লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দিই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একেবারেই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’
এরপর ইমনরে এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তারপর মন্তব্য বক্সে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক অনুরাগী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.