রোমাঞ্চটা শেষ পর্যন্ত জিইয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। কখনোই মনে হয়নি বিশ্বকাপে খেলা হবে না তাদের। উল্টো টিভি পর্দায় ম্যাচটি দেখে নিশ্চিতভাবেই ভেঙে পড়ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা! কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! তীরে এসেও তরী ডুবল উইন্ডিজের। হিসাবে ভুল করেই ঝোড়ো ম্যাচ জিতেও বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। এমন ভুলের পর কান্নায় ভেঙে পড়েন দলটির ব্যাটার স্টেফানি টেলর। সতীর্থরা তাকে শুধু সান্ত্বনাই দিয়ে গেলেন বাকি সময়। অন্যদিকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে ভারতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারের পরও তাদের বিশ্বকাপের পথ মসৃণ হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল উইন্ডিজের করা অঙ্কের ভুল।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের চ্যালেঞ্জ ৭ উইকেট ও ৬২ বল বাকি রেখেই পেরিয়ে গিয়েছিল পাকিস্তান। এতে করে রানরেটের চাপে পড়ে সমীকরণের ফাঁদে আটকে ছিলেন জ্যোতিরা। কিন্তু আশা ছিল তাদের বড়ই। কেননা, থাইল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের জন্য সমীকরণটা ছিল অনেক জটিল। সেই ম্যাচটি আগে ব্যাটিং করে ১৬৬ রানে থেমেছিল থাইল্যান্ড। উইন্ডিজের সামনে বিশ্বকাপে খেলার জন্য সমীকরণটা ছিল অন্তত ১০.১ ওভারে জেতার। অন্যথায় ১০.৪ ওভারে করতে হতো ১৭০ রান বা ১১ ওভারে ১৭২ রান! জটিল মনে হলেও ম্যাচটা আর জটিল রাখেনি উইন্ডিজের নারীরা।
শুরু থেকেই সমীকরণ মাথায় রেখে বিধ্বংসী ব্যাটিং শুরু করে তারা। রীতিমতো তাণ্ডবই চালান দুই ওপেনার অধিনায়ক হেলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। ৫.৩ ওভারেই এ জুটিতে স্কোর বোর্ডে দেখা মেলে ৮১ রান। ২১ বলে ফিফটি করেন অধিনায়ক ম্যাথিউস। পরে ২৯ বলে ৭০ করে ফেরেন তিনি। ১২ বলে ২৬ করে ফেরেন আরেক ওপেনার কিয়ানাও। তিনে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন চিনেল্লে হেনরি। ১৭ বলে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে প্রায় সমীকরণ মিলিয়ে ফেলেছিলেন তারা। ১০.৩ ওভারে তখন তাদের রান ১৬২। চতুর্থ বলে অঙ্কের ভুলটা করে বসেন টেলর। ছক্কায় ম্যাচটি জিতিয়ে ফেলেন তিনি। এরপর হতাশ হয়ে পড়েন! কী হয়েছে, কীভাবে হয়েছে সে উত্তর খুঁজছিলেন! তার দলের আর বিশ্বকাপে খেলাটাও হলো না।
অথচ বাংলাদেশের মতো তারাও জিতেছে তিনটিতে। কিন্তু বিশ্বকাপে খেলার যোগ্যতা পাকিস্তানের পর নিশ্চিত হলো বাংলাদেশেরই। আর উইন্ডিজকে বিদায় নিতে হচ্ছে বাছাইপর্ব থেকেই। স্কটল্যান্ডের বিপক্ষে হেরেই সবকিছু এলোমেলো হয়েছিল তাদের। জ্যোতিদের গতকাল এত সমীকরণ ছাড়াই বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সুযোগ ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা ও বোলিংয়ে রান খরুচেতে ম্যাচটি বড় ব্যবধানে জিতে নিয়েছিল পাকিস্তান। টানা পাঁচ ম্যাচের সবকটি জেতে তারা। আর বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল সমীকরণের চাপ পর্যন্ত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.