মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন—এই শান্ত জনপদ আজ এক অভূতপূর্ব আবেগে দুলছে। প্রিয় নেতা, প্রিয় ভাই মোর্শেদ আলম বহু প্রতীক্ষার পরে ফিরেছেন নিজের মাটিতে, নিজের মানুষের সান্নিধ্যে।

তাঁর জীবন যেন নির্যাতনের ইতিহাস, প্রতিবাদের উচ্চারণ আর স্বপ্নবান মানুষের সাথী হওয়ার প্রত্যয়। শাসকের নির্মম রোষে একাধিকবার তাঁকে জেলগহ্বরে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে; এরপরও তাঁর বুকের ভেতর জ্বলেছে একটুকরো বিশ্বাস—এই মাটি একদিন তাঁকে ফিরিয়ে নেবে আপন কোলে।
দীর্ঘ প্রবাসজীবনের একাকী দিনগুলো পেরিয়ে, আজ তিনি আবারো পা রেখেছেন সেই শিকড়ের মাটিতে। তাঁর আগমনে বাংলাবাজারের প্রতিটি গলি, পথ, উঠোন যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানুষের ভিড়, চোখের কোণে আনন্দাশ্রু আর কণ্ঠে ভালোবাসার ধ্বনি—সব মিলিয়ে বাংলাবাজার জেগে উঠেছে নতুন ভোরে।

আজ তিনি আর শুধু একজন রাজনীতিক নন; তিনি বাংলাবাজারের সহ্যশক্তি, সাহস আর স্বপ্নের আরেক নাম। অনেকে তাঁকে বলেন ‘কারা নির্যাতিত কমিউনিটি নেতা’; কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেছেন সংগ্রামের আলোকস্তম্ভ।
তাঁকে ঘিরে নতুন গল্প বুনছে বাংলাবাজার—কে বলবে আর এই জনপদ পিছিয়ে থাকবে? কে দমাতে পারবে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর? মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে—‘মোর্শেদ ভাই ফিরেছেন, বাংলাবাজার আবার আলোয় ভাসবে।’
আশার বীজ বুনে দেওয়া এই সন্তানের জন্য বাংলাবাজারের বাতাস আজ গান গায়, পাতা পাতা ফিসফিসিয়ে বলে—‘স্বাগতম, আমাদের অগ্নিপুরুষ!’
আর দূরে হাতছানি দিয়ে ডাকে আগামী—এক স্বপ্নময়, অন্যায়হীন, ন্যায়ভিত্তিক নতুন বাংলাবাজার।
মন্তব্য করুন