মৌলভীবাজারের হাওর অঞ্চলের খেতের পর খেত সোনালি ধানে ভরে গেছে। এ যেন হাওরের বাতাসে সবুজ ধানের সোনালি শিষে কৃষকদের মুখের হাসি। চারদিকে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব চলছে।
জেলার সাত উপজেলায় বোরো ধানের আশাতীত ফলন হয়েছে। ফলন ভালো হলেও বর্তমান বাজারের ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শংকায় কৃষকরা।
মৌলভীবাজারে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার ধানের আশাতীত ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। হাকালুকি, কাউয়াদীঘি,শ্রীমঙ্গলের হাইল হাওরসহ জেলার সাতটি উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে ধান কাটা চলছে উৎসবমুখর পরিবেশে।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড খরা ও গরমের মাঝেও মাঠে কিষান-কিষানিদের বিশাল কর্মযজ্ঞ চলছে। ধান কাটার পাশাপাশি জমির পাশেই চলছে মাড়াই-ধান সেদ্ধ,রোদে শুকানোর কাজে ব্যস্ত তারা।
শিলাবৃষ্টির মতো কোনো দুর্যোগ না ঘটলে এ বছর বোরো মৌসুমটি মৌলভীবাজারের কৃষকদের জন্য একটি সফল অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, আবহাওয়া অনুকূলে আছে। ফলনও এবার ভালো হয়েছে। আমরা আশা করছি কোনো দুর্যোগ না হলে এ বছর ভালো ফলন আসবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.