
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্যদের এক সভায় অশালীন আচরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বিকেলে বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন বিষয়ক এক সভায় অভিভাবক সদস্য ইসলাম উদ্দিনের সঙ্গে প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা অশালীন আচরণে রূপ নেয়। উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষক বায়োজিদ হোসেন ও শহীদুল ইসলামসহ আরও অনেকে বলেছেন, প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না।
শিক্ষার্থী সাদিয়া আফরোজ নিহা, সাদিকা জাহান মিশকাত, রাকিবুল ইসলাম রোহান ও সাব্বির আহমদ রায়হান জানান, এ ধরনের আচরণ রাজনৈতিক দ্বন্দ্বের ফল। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।
অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, শফিকুল ইসলাম রতন ও ইসলাম উদ্দিন দুই অভিভাবক সদস্যই আমার সঙ্গে অশালীন আচরণ করেছেন। আমি এর বিচার চাই।
শিক্ষার্থী অভিভাবক শফিকুল ইসলাম রতন বলেছেন, অভিভাবক মিটিং এ কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন ও অফিস সহকারী হারুনুর রশীদ এর মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা হয়। অহেতুক আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে অফিস সহকারী।
অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন জানান, অভিভাবক মিটিং এ আলোচনা করতে গেলে কেরানি হারুন বাধা দেন এবং সকলের সামনে তিনি অশালীন আচরণ করেন। একপর্যায়ে তার ভাই সিরাজুল ও এক চাচাতো ভাই আমাকে মারধর করতে উদ্যোত হয়। পরে উপস্থিতরা তা নিয়ন্ত্রণে আনেন।
বিশিষ্ট সালিশ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনুর রশীদ জানান, বিষয়টি স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেছে। দীর্ঘদিন ধরেই আ'লীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ এ ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।
গভর্নিং বডির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক জানিয়েছেন, 'দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে, কালপরশু বিদ্যালয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.