আবু বকর, বাংলাবাজার থেকে:: প্রবাসজীবনের কঠিন বাস্তবতায় দিন কাটানো অনেকেই থাকেন আত্মকেন্দ্রিক বা কেবল পারিবারিক কল্যাণে নিবদ্ধ। কিন্তু তার ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী সুলতান আলী—একজন নিঃস্বার্থ সমাজসেবক, একজন মানবিক পথিক।
সুলতান আলী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের মরহুম হোসাইন আলীর সন্তান। দীর্ঘ সময় ধরে তিনি প্রবাসে অবস্থান করলেও ভুলে যাননি জন্মভূমিকে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি নিজেকে সমাজসেবায় সম্পৃক্ত রেখেছেন।
নিজের উপার্জিত অর্থ থেকেই তিনি অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছেন গ্রামীণ মসজিদ, মাদরাসা ও দরিদ্র পরিবারগুলোকে। অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁর জীবনের ব্রত। স্থানীয়রা জানিয়েছেন, সুলতান আলী সমাজের কল্যাণে কাজ করে সবার কাছেই প্রশংসিত হয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রবাসীদের মানবিক তহবিল অসংখ্য হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এক্ষেত্রে সুলতান আলীর মতো মানুষরা সমাজের ‘নীরব নায়ক’ হিসেবে বিবেচিত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.