ঈদে বক্স অফিসে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। সেই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছে না। বক্স অফিসের হিসেব-নিকেশ বলছে ছবিটা আশানুরূপ হয়নি। নানা কটাক্ষের মাঝেই ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
সমালোচকরা ভাইজান সালমানের ফিল্মি ক্যারিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। এরমাঝে সালমানের পাশে দাঁড়ালেন ইমরান হাশমি। তার দাবি ‘সালমান আবার স্বমহিমায় ফিরবেন।’
সম্প্রতি নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাশমি। সেখানেই ‘সিকান্দার’ সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, ‘আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন।’
‘সালমান খানের সঙ্গে সম্প্রতি কথাও হয়নি। কিন্তু উনি তো এতো দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উনি জানেন সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কু-কথা বলেছিলেন। কিন্তু সেই সবটা ভুল প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক বেশি জানেন। অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাকে কাছ থেকে দেখেছেন। হয়ত বর্তমান সময়টা তার হাতে নেই।’
এর পাশাপাশি ভাইজানের পক্ষ নিয়ে ইমরান বলেন, ‘সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশ শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সলমন তার ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালোচনার জবাব দেবেন।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.