সীমান্ত কণ্ঠ ডেষ্ক::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।
এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক ঋণ ও সরকারি খাজনা সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন জাহাঙ্গীর আলম। আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।’
দোয়ারাবাজার উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মো. আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।
মন্তব্য করুন