সীমান্ত কণ্ঠ ডেস্ক: হবিগঞ্জে আলোচিত সাবু মিয়া হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম কামাল উদ্দিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মাধবপুর উপজেলায় মুরাদপুর গ্রামের সোলেমান মিয়া, এমরান মিয়া, জাহেদ মিয়া ও আবুল মিয়া। হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ এপ্রিল আসামিরা একই গ্রামের সাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ১৩ এপ্রিল স্থানীয় বিশ্বম্ভপুর হাওরে সাবু মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত সাবু মিয়ার ভাই হাফিজ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরে মামলার তদন্ত কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
ওসি নাজমুল ইসলাম বলেন, আদালত রাষ্ট্রপক্ষের ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে চারজনের মৃত্যুদণ্ড প্রদান করেন। অপর আসামি মারাজ মিয়া রায়ের আগেই মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। অনলাইন
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.