অনলাইন ডেষ্ক: আগামী ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। মঙ্গলবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ১০, ১১ ও ১২ জুলাই—এই তিনটি তারিখের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেয়া হয়েছে।’ তবে সবকিছু মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।
এরই মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.