টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেলো বাংলাদেশ। আগে ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে যায় ১৯১ রানে। এরপর জিম্বাবুয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে। সবমিলিয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে।
প্রথম সেশনে ২৪ ওভারের খেলা শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনল হকের জুটি পঞ্চাশ ছাড়িয়েছে। তবে সুযোগ কাজে লাগাতে পারলে রানের খাতা না খুলতে দিয়েই এ জুটি ভাঙতে পারত জিম্বাবুয়ে। শূন্য রানে জীবন পাওয়া মুমিনুল অপরাজিত আছেন ব্যক্তিগত ২১ রানে। ব্যক্তিগত ৩০ রানে অপর প্রান্তে আছেন শান্ত।
জোড়া ধাক্কা বাংলাদেশ শিবিরে
দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে দুজনই ফিরেছেন ক্যাচ দিয়ে। ব্যক্তিগত ১২ রানে গালিতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন সাদমান। নিয়াশা মায়াবোর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে তাকে অনুসরন করেছেন জয়। দু’টি উইকেটই নিয়েছেন পেসার ভিক্টর নিয়াউচি। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২১-এর পর প্রথমবার টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। নাহিদ রানার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। দলে ফিরেছেন সাদমান ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।
মন্তব্য করুন