সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। সোমবার বিকেলে জাতীয় পার্টির মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি তিনি একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান।
সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং লাঙ্গল প্রতীকে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
তিনি আরও বলেন, ‘উত্তর সুরমার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। আঞ্চলিকতার টানেই মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি, জনগণের সরাসরি ভোটে বিজয়ী হওয়ার সক্ষমতা আমার আছে।’
নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা।’
সাক্ষাৎকারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগব্যবস্থার বেহাল অবস্থার কথাও তুলে ধরেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অধিকাংশ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এছাড়া শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এই জাপা প্রার্থী।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের প্রায় ছয় লাখ মানুষ স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। জনগণ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তবে জীবনের বাকি সময় মানুষের কল্যাণেই উৎসর্গ করতে চাই।’
সাক্ষাৎকারভিত্তিক এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে জাহাঙ্গীর আলম ইতোমধ্যে সক্রিয় রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন এবং জনসম্পৃক্ত উন্নয়ন এজেন্ডা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন