খেলাধুলা:: বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরাজের অধিনায়কত্বের পূর্ণকালীন অধ্যায়ের সূচনা হবে এই সিরিজ দিয়েই।
ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অফস্পিনিং অলরাউন্ডার মিরাজ। বিসিবি তাকে আপাতত এক বছরের জন্য অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলেও ভবিষ্যতে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও উজ্জ্বল।
আবারও জাতীয় দলে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। চোট সেরে ফেরা এই দুই বোলার বাংলাদেশের পেস আক্রমণকে নতুনভাবে সমৃদ্ধ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
দলে একাধিক নতুন ও উদীয়মান মুখও নজর কাড়ছে। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখকে। ব্যাটিং লাইনআপে আছেন শান্ত, হৃদয়, লিটন ও জাকের আলী অনিক। মিডল অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শক্তি যোগাবেন শামীম হোসেন পাটোয়ারি।
স্পিন আক্রমণে অধিনায়ক মিরাজকে সঙ্গ দেবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। আর পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নতুন মুখ নাহিদ রানা।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড একনজরে:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
মন্তব্য করুন