ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন
লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আল্লামা ফুলতলী (রহ.)-এর মাজার যিয়ারতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে খতমে কুরআন, দুআ মাহফিল, খতমে বুখারী শরীফ, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শুক্রবার ফজরের নামাজের পর দুআর মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মুর্শিদ হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি মঞ্চে উপস্থিত হলে পুরো বালাই হাওর এলাকায় নীরবতা নেমে আসে। এছাড়া ছোট ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত লাখো মুসল্লির মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মাহফিলে ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ছাহেবজাদাগণসহ মদিনা শরিফ থেকে আগত সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া এবং জেদ্দার বিশিষ্ট আলেম সায়্যিদ আল হাবীব ওমর আহমদ আল হাবশী উপস্থিত ছিলেন।
এছাড়াও মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেকসহ জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা।
মাহফিল সমাপ্তির পর বালাই হাওর এলাকা থেকে একসঙ্গে হাজার হাজার যানবাহন ছেড়ে যাওয়ায় সিলেট–জকিগঞ্জ সড়কে সকাল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা।
মন্তব্য করুন