সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ও সুনামগঞ্জে বাড়বে লোডশেডিং, ভোগান্তি বাড়ছে

সীমান্ত কণ্ঠ:: সিলেটে প্রায় তিন সপ্তাহ ধরে চলছে তাপদাহ। এই পরিস্থিতির মধ্য বিকল হয়ে গেছে সিলেটের কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। এতে আগামীকাল রবিবার থেকে বিদ্যুৎ ভোগান্তিতে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ।
সংবাদপত্রটি জানিয়েছে, সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে। এতে করে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বিকল্প হিসেবে সিলেটে এখন শুধু গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তার ওপর আগে থেকেই চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ছিল।
সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়তে হবে সিলেটবাসীকে। পাশাপাশি কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আওতায় থাকা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজ থাকছে। ২২৫ মেগাওয়াট পাওয়ার ফের সচল না হওয়া পর্যন্ত এই ভোগান্তি থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ‘শুক্র ও শনিবার সিলেটে লোডশেডিং ছিল না।
এই দুই দিন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল, কলেজের মতো প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বিদ্যুতের চাহিদা কম ছিল। যে কারণে ঘাটতে সেভাবে দৃশ্যমান হয়নি। তবে রবিবার থেকে যেহেতু অফিস আদালত খুলছে তাই লোডশেডিংয়ের বিড়ম্বনা বাড়বে।
এ বিষয়ে বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, ‘পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু এলাকায় লোডশেডিং করতে হয়। তার ওপর আবার ঢাকা থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ।
পুরো সিস্টেমে ফিকুয়েন্সি ডাউন হয়ে গেলে ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়।’ সম্প্রতি সময়ে প্রায় প্রতিদিনই এভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘মানুষজন বেশি ভোগান্তিতে পড়ছে। অনেক গ্রাহক কল দিয়ে গালাগালও করেন। কিন্তু এই লোডশেডিংয়ের বিষয়টি আমাদের কোনো হাত নেই।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ‘২২৫ মেগাওয়াট তো বড় পাওয়ার স্টেশন। এটি বিকল হওয়ায় আমরা সমস্যায় পড়েছি। এতে লোডশেডিং যেমন হচ্ছে, তেমনি অনেক এলাকায় লো ভোল্টেজ থাকছে।’
তিনি বলেন, ‘শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বোঝা যায়নি তবে রবিবার থেকে প্রভাব পড়বে। কারণ বিদ্যুতের ঘাটতি থাকবে। ফলে লোডশেডিং হবে।’
কবে নাগাদ এটি ঠিক হতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যতটুকু জানি ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ দুই সপ্তাহের সময় নিয়েছেন, এটি সচল করার জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

দোয়ারাবাজারে আহাদ হত্যা: এক মাসেও রহস্য উদঘাটন হয়নি, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

দলীয় ঐক্যের বার্তা দিয়ে ছাতক-দোয়ারাবাজারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান চৌধুরী

দোয়ারাবাজারে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

টেংরাটিলা ট্র্যাজেডির ২১ বছর: আগুনের সেই লেলিহান শিখা আজও ভুলেনি দোয়ারাবাজারবাসী

নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল: লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে তালা দিলো শিক্ষার্থী

বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারাবাজার গড়তে বদ্ধপরিকর জামায়াত: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সালাম মাদানী

দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

দেশের রাজনীতির এক অধ্যায়ের ইতি—চিরনিদ্রায় শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া

১০

সুনামগঞ্জ–৫ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন দাখিল

১১

সুর-স্রোতের এক নিঃসঙ্গ সওয়ারি: বাউল মখলিছ আলীর জীবন-সন্ধ্যা

১২

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রামের মানববন্ধন

১৩

হাদি হত্যার বিচার শাহবাগ থেকেই আদায় হবে: ফাতিমা তাসনিম জুমা

১৪

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা 

১৫

সুনামগঞ্জ–৫ আসনে জাপা’ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৬

ছাতক–দোয়ারাবাজার আসনে জাপার মনোনয়ন পেলেন জাহাঙ্গীর আলম

১৭

সুনামগঞ্জে বিচার-সালিশ ও আদালতের রায় উপেক্ষা করে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা

১৮

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার যৌথ প্রতিবাদ সমাবেশে নাহিদ

১৯

প্রশাসনিক দুর্বলতায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের জীবন হুমকীর সম্মুখীন – খেলাফত মজলিস

২০