
সীমান্ত কণ্ঠ ডেস্ক: সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে কীন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’ আয়োজন করে বর্ষবরণ উৎসবের।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা রূপ তুলে ধরা হয়। সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়।
এতে সিলেট সিটি করপোরেশন, পুলিশ লাইন স্কুল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ও স্কাউটসহ নানা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে অংশ নেয়। সূত্র: অনলাইন