পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য, খাঁজা গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা সাদিক সালীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
‘বছর ঘুরে মুসলিম উম্মাহর জন্য আনন্দময় যে দিন ফিরে আসে, তা হলো পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক অনন্য উৎসব। এই পবিত্র দিনে আমি সুনামগঞ্জ-৫-এর প্রিয় জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে জানাই অন্তরের গভীর থেকে ঈদের শুভেচ্ছা ও দোয়া। ঈদ মোবারক।’
তিনি আরও বলেন—’মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) যে আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন,
তা আজও আমাদের চেতনার দীপ্ত উৎস।
ঈদুল আজহার শিক্ষা শুধু কোরবানির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং তা মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা আর সাম্যের এক চিরন্তন আহ্বান।’
ব্যবসায়ী ও সমাজসেবক সাদিক সালীম বলেন,
‘এই পবিত্র উপলক্ষে আমাদের সবার জীবনে
ত্যাগের আদর্শ প্রতিফলিত হোক—এটাই আমার প্রত্যাশা।
আসুন, ঈদের আনন্দকে ভাগ করে নিই প্রতিবেশী ও দরিদ্রদের সঙ্গে, গড়ে তুলি একটি সহনশীল ও মানবিক সমাজ। আল্লাহ্ আমাদের সবার ঈমান, আমল ও কোরবানি কবুল করুন।’
ঈদ মোবারক।
মন্তব্য করুন